1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
শ্যামনগর উপকূলে নদী রক্ষা বাঁধে ভয়াবহ ফাটল, আতঙ্কে গ্রামবাসী - টেলিগ্রাফ বাংলাদেশ
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ওমানে ৩ গাড়ির সংঘর্ষে নিহত ৫ তিস্তার পানি বৃদ্ধিতে কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবনের শঙ্কা, বন্যা সতর্কতা জারি শ্যামনগরে গলায় ওড়না পেঁচিয়ে নারীর আত্মহত্যা শ্যামনগর উপকূলীয় এলাকায় বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ চার দিনের টানা বৃষ্টিতে ৮০ টাকার মরিচ ২৫০ টাকা! বাংলাদেশ সরকার অনুমোদিত ১৭ টি ফাইভ স্টার (৫ তারকা) হোটেলের তালিকা গ্রেফতার, কারাবাস ও মুক্তি: হাসিবের চোখে স্বৈরাচারের পতন ও নতুন বাংলাদেশের প্রত্যাশা যশোরের বাঘারপাড়ায় ৬৪ বছর বয়সী স্বামীর বিরুদ্ধে ৫৮ বছর বয়সী স্ত্রীকে হত্যার অভিযোগ বাঘারপাড়ায় এনসিপি’র সংক্ষিপ্ত পথসভা রায়পুরায় ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা

শ্যামনগর উপকূলে নদী রক্ষা বাঁধে ভয়াবহ ফাটল, আতঙ্কে গ্রামবাসী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৭১ জন খবরটি পড়েছেন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক।
সাতক্ষীরার শ্যামনগর উপকূলে নদী রক্ষা বেড়িবাঁধে ব্যাপক ফাটল দেখা দিয়েছে । উপজেলার হরিনগর ইউনিয়নের সিংহরতলি গ্রামের চুনকুড়ি নদীর বেড়িবাঁধে হঠাৎ করে এই ফাটল দেখা দেয়। পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে হঠাৎ করে ব্যাপক ফাটল দেখা দেয়ায় এলাকায় বসবাসকারী জনসাধারণের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ একের আওতাধীন হরিনগর ইউনিয়নের সিংহরতলী এলাকায় চুলকুনি নদীর ভেড়িবাঁধে প্রায় ৩০/৩৫ মিটার এলাকা জুড়ে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে । হঠাৎ করে উপকূল রক্ষা বেড়িবাঁধে ফাটল দেখা দেওয়ায় নদী পাড়ে বসবাসকারী মানুষ চিন্তিত হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে বাঁধ মেরামত করা না হলে চুনকুড়ি নদীর প্রবল স্রোতে ভেঙ্গে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়তে পারে।

এদিকে উপকূল রক্ষা বেড়িবাঁধ ফাটলের খবর শুনে শনিবার সকালে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: রনী খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার (এসও) প্রিন্সি রেজা সিংহরতলী এলাকায় ভাঙ্গনকবলিত ভেড়িবাঁধ পরিদর্শন করেন । এসময় মুন্সিগঞ্জ ইউনিয়নের জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বেড়িবাঁধের ফাটল এলাকা পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার রনী খাতুন বলেন, ভয় পাওয়ার কোন কারণ নেই। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে থাকা এসওকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। তারা ভোর থেকে কাজ শুরু করে দিয়েছে। দ্রুত সমাধান হয়ে যাবে। তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে বাঁধ সংস্কার কাজে সহযোগিতা করার আহ্বান জানান।

পানি উন্নয়ন বোর্ডের এসও প্রিন্স রেজা বলেন, চুনকুড়ি নদীর বেরিবাঁধ ভাঙ্গনের খবর গ্রামবাসীর কাছ থেকে জানতে পেরে ভোর সেখানে গিয়ে দেখি প্রায় ৩০/৩৫ মিটার এলাকা জুড়ে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রক্ষার্থে কাজ শুরু করা হয়েছে। খুব দ্রুতই সমাধান হয়ে যাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews