আসন্ন ঈদযাত্রায় দূরপাল্লার যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ডাকাতি, ছিনতাই ও নারী যাত্রীদের হেনস্তা বন্ধে প্রতিটি বাসে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। নির্দেশনা বাস্তবায়নে মালিকদের আগামী ১ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ক্যামেরা স্থাপন না করলে ঈদযাত্রায় সেসব বাসকে সিরিয়াল না দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছে সমিতি।
রোববার (২৫ মে) রাজধানীর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ নির্দেশনা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল আলম। সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
মালিক সমিতি সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই দূরপাল্লার বাসে যাত্রীরা ডাকাতি ও ছিনতাইয়ের শিকার হচ্ছেন। বিশেষ করে নারী যাত্রীদের লাঞ্ছনা ও হেনস্তার ঘটনা বাড়ছে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এসব ঘটনা সঠিকভাবে নির্ণয়, তদন্ত এবং প্রতিরোধের জন্য প্রতিটি বাসে সিসি ক্যামেরা স্থাপন অত্যাবশ্যক হয়ে পড়েছে বলে সমিতির চিঠিতে উল্লেখ করা হয়েছে। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে বলে জানানো হয়েছে।
গত শনিবার (২৪ মে) সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলমের সই করা এক চিঠিতে বাস মালিক সমিতি এবং জেলা শাখার অন্তর্ভুক্ত কোম্পানিগুলোকে দূরপাল্লার বাসে সিসি ক্যামেরা স্থাপনের জরুরি নির্দেশনা পাঠানো হয়। চিঠিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, এই নির্দেশনা যথাযথভাবে পালন না করলে সংশ্লিষ্ট গাড়ির মালিকের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমনকি, সিসি ক্যামেরা স্থাপন না করলে এবং গাড়ির গতি নির্দিষ্ট করা না থাকলে প্রয়োজনে সেসব গাড়ি চলাচলে সিরিয়াল দেওয়া বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৮ এপ্রিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে পরিবহন মালিক সমিতিকে চিঠি পাঠিয়েছিল। যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।