ডেস্ক নিউজ।
বিদ্যুৎ সেবা চালু রাখার শর্তে আগামী মঙ্গলবার থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সাত দফা দাবিতে আন্দোলনরত এসব কর্মী রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে টানা ছয় দিন অবস্থান কর্মসূচি পালন করছেন।
সোমবার কর্মসূচির ষষ্ঠ দিনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী তাজুল ইসলাম। তিনি জানান, দাবি আদায়ে সরকার কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা কর্মবিরতির মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
এই আন্দোলনে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা ও কর্মচারী অংশ নিচ্ছেন। তাদের অভিযোগ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এই আন্দোলনের প্রকৃত চিত্র সরকারের কাছে ভুলভাবে উপস্থাপন করছে এবং আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে।
আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—আরইবি চেয়ারম্যানের অপসারণ, একীভূত চাকরিবিধি বাস্তবায়ন, অস্থায়ী কর্মীদের চাকরি নিশ্চিতকরণ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধ। পাশাপাশি তারা গ্রাহক সেবার স্বার্থে জনবল সংকট দূরীকরণ ও অন্তর্বর্তীকালীন বোর্ড গঠনের দাবিও জানিয়েছেন।
পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের দাবি, তাদের এই আন্দোলন কোনো রাজনৈতিক প্রভাবিত নয়, বরং এটি একটি বৈষম্যহীন ও আধুনিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার দাবিতে গড়ে ওঠা আন্দোলন।
সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার কোনো উদ্যোগ চোখে পড়েনি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।