মোঃ নাজমুল ইসলাম সবুজ, শরণখোলা (বাগেরহাট): পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এসিএফ রানা দেবে নেতৃত্বে বনরক্ষীদের একটি দল কোকিল মনির টহল ফাঁড়ীর ছোট ময়নার খাল এলাকার বনাঞ্চলে অভিযান চালিয়ে ৩টি হরিণের মাথা, কাকড়া ধরার চারু ও দুইটি নৌকা সহ দুই হরিণ শিকারী কে আটক করেছে।মঙ্গলবার (২৭ মে) ভোর রাতে সুন্দরবনের গভীরে ছোট ময়নার খাল এলাকা থেকে এদের আটক করা হয়।
শরণখোলা রেঞ্জ অফিস সুত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ি এলাকার গভীর বনে ছোট ময়নার খাল এলাকায় হরিণ শিকারিরা ফাঁদ পেতে হরিণ শিকার করছে এমন গোপন সংবাদে ওই এলাকায় সুন্দরবনের বিশেষ টিম এসিএফ রানা দেবের নেতৃত্বে একদল বনরক্ষী অভিযান চালায়। এ সময় বনরক্ষীরা ওই এলাকা থেকে কাকড়া ধরার ২৮ টি চারু, তিনটি হরিণের মাথা ও দুইটি নৌকার সহ দুই হরিণ শিকারীকে আটক করে। আটকৃত হল বাগেরহাটের মংলা উপজেলার উত্তর চাঁদপাই গ্রামের সুলতান খানের পুত্র মামুন খান (৩৫) ও একই গ্রামের আক্কাস শেখের পুত্র আঃ রহিম (২১)।
আটকৃতি দিব্যি দিয়ে বন বিভাগে মামলা দায়ের করে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে শরণখোলা রেঞ্জের এসিএফ রানা দেব বলেন, দীর্ঘদিন ধরে সুন্দরবনে বিভিন্ন চক্র ফাঁদ পেতে হরিণ শিকার করে আসছে।ইতোমধ্যে ব্যাপক ফাদ উদ্ধার করা হয়েছে। চোরা শিকারীদের ধরতে বিশেষ অভিযান চলছে। এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। তাদের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।