হাতিয়া প্রতিনিধি।
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে ভাসানচর থেকে করিমবাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পাঁচজন এখনো নিখোঁজ রয়েছেন।
নিখোঁজদের মধ্যে ভাসানচর থানার একজন পুলিশ সদস্য নায়েক সাইফুল ইসলাম রয়েছেন। এছাড়া ট্রলারটিতে থাকা যাত্রীদের মধ্যে ছিলেন অসুস্থ রোহিঙ্গা নাগরিক, তিনজন পুলিশ সদস্য এবং এনজিও সংস্থার প্রতিনিধিরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাসানচর থেকে করিমবাজার ঘাটে যাওয়ার উদ্দেশ্যে বিকাল ৩টার দিকে ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি যাত্রা শুরু করে। করিমবাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে পৌঁছালে বৈরী আবহাওয়া এবং মেঘনার উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
উদ্ধার অভিযানে অংশ নেয় কোস্ট গার্ড, নৌ-পুলিশ এবং স্থানীয় জেলেরা। নোয়াখালী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক জানিয়েছেন, উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।