বিডিটি নিউজ ডেস্ক।
আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার এই ঘোষণার পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি রাত ৯টায় দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে।
শুক্রবার (৬ জুন) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “আজ রাত ৯টায় দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।”
নির্বাচন সংক্রান্ত এই ঘোষণায় বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো আসেনি, তবে দলটির নীতিনির্ধারক পর্যায়ে আলোচনার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে।
দেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচন ঘিরে আলোচনার মধ্যেই এই সময়সূচির আভাস দিলেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দল-জোটের কৌশল এবং প্রস্তুতি নিয়ে রাজনৈতিক ময়দানে বাড়ছে তৎপরতা।