বেনাপোল প্রতিনিধি।
ভারতে পালানোর চেষ্টা করার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি.এম সাহাবউদ্দিন আজমকে আটক করেছে। মঙ্গলবার (১০ জুন) দুপুরে বেনাপোল সীমান্তে তিনি পাসপোর্ট জমা দিয়ে ভারতে যাওয়ার প্রক্রিয়া করছিলেন, তখন তার পাসপোর্টে স্টপলিস্ট থাকার কারণে সন্দেহ হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়।
তাঁর সঙ্গে থাকা স্ত্রীকে যেহেতু কোনো মামলা নেই, তাকে ছেড়ে দেয়া হয়েছে। তবে সাহাবউদ্দিনের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে সেনা সদস্যদের উপর হামলা, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা উল্লেখযোগ্য। এছাড়া ঢাকার যাত্রাবাড়ি থানাতেও তার বিরুদ্ধে একটি মামলা দায়ের রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানিয়েছেন, তাদের কাছে আগেই খবর ছিল সাহাবউদ্দিন ভারতে পালানোর চেষ্টা করতে পারেন। তাই সব অফিসারকে সতর্ক করা হয়েছিল। সন্দেহজনক পরিস্থিতিতে তাকে আটক করা হয়েছে এবং বর্তমানে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।