1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুশাসনের লক্ষ্যে নতুন রাজনৈতিক শক্তি রিপাবলিকান পার্টির আত্মপ্রকাশ - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন

সুশাসনের লক্ষ্যে নতুন রাজনৈতিক শক্তি রিপাবলিকান পার্টির আত্মপ্রকাশ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৪৩ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

সাবেক সামরিক কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও আইনজীবীদের অংশগ্রহণে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির লক্ষ্য ইনসাফভিত্তিক সমাজ ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা, যেখানে সব নাগরিকের জন্য সমান অধিকার ও সামাজিক-অর্থনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

দলটির সভাপতি লে. কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ও প্রচলিত রাজনৈতিক দলগুলো ‘জুলাই বিপ্লবের চেতনা’ থেকে সরে গেছে। তিনি অভিযোগ করেন, পলাতক ফ্যাসিস্টরা লাল পাসপোর্ট নিয়ে দেশ ছেড়ে যাচ্ছে, শহীদ পরিবারের প্রতি অবহেলা করা হচ্ছে, আহতদের পুনর্বাসন হচ্ছে না এবং চিহ্নিত দোষীদের রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা চলছে।

দলটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মো. সেলিম প্রধান। সাধারণ সম্পাদক হিসেবে আছেন মেজর (অব.) মো. রাজিবুল হাসান। সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন সাঈদ আলী সিকদার, ক্যাপ্টেন (অব.) শফিকুল ইসলাম, লে. কর্নেল (অব.) ইমরান, মো. আমাজ আহমেদ ও অ্যাড. মো. নাসিম উদ্দিন মো. বায়েজিদ।

জগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লে. (অব.) সাইফুল্লাহ খান, সাজ্জাদ হোসেন ইউনুস ও মো. আহসানুল্লাহ। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মেজর (অব.) রাকিবুল হাসান ও কৃষিবিদ মঞ্জুর হোসেন।

নারী ও শিশু, শিক্ষা, স্বাস্থ্য, শ্রম, দুর্যোগ, পার্বত্য চট্টগ্রাম, আইন ও আপ্যায়নসহ বিভিন্ন বিষয়ে দায়িত্ব ভাগ করে নেওয়া হয়েছে একাধিক সম্পাদক ও সহ-সম্পাদকদের মধ্যে।

নতুন এই দলটি রাজনৈতিক অঙ্গনে কীভাবে জায়গা করে নেয় এবং তাদের ঘোষিত লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে কতটা অগ্রসর হতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews