ফাতেমা আকতার তোয়া, বিডিটেলিগ্রাফ
৬ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি.মি. বেগে বজ্রপাতসহ ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৯ জুলাই আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোঃ তারিফুর নেওয়াজ কবিরের দেওয়া তথ্য মতে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলাগুলোর ওপর দিয়ে দক্ষিণ /দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টিসহ দমকা হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকায় ১ নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, দক্ষিণ -পশ্চিম মৌসুমি বায়ুর কারণে আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা বরিশাল বিভাগের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
পাশাপাশি চট্টগ্রামে অতি ভারী বৃষ্টিপাতের কারনে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা ও ঢাকা, চট্টগ্রাম ও খুলনা সহ বিভিন্ন জেলায় অস্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।