1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজায় একদিনে ৭৪ নিহত, ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল আরও ৮ জনের - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফের স্বর্ণের দাম বেড়ে ভরি ১ লাখ ৭৫ হাজার টাকা নেত্রকোণায় বাসচাপায় প্রাণ গেল নারী পথচারীর বাঘারপাড়া ও শালিখাবাসীর দুর্ভোগ: সাঁকো ভেঙে পড়ায় দুর্ভোগে ১৫ গ্রামবাসী চবিতে সংঘর্ষকে কেন্দ্র করে প্রশাসনের সিদ্ধান্ত কী? ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন এক ম্যাচ হাতে রেখেই টাইগারদের সিরিজ জয় কুষ্টিয়া সীমান্তে ৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ ক্ষমতায় গেলে শক্তিশালী রাষ্ট্র গড়বে বিএনপি,দুর্গাপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় নেতারা জীবিকার তাগিদে ডাকাত আতঙ্ক উপেক্ষা করে সুন্দরবনে জেলেদের প্রবেশ শ্যামনগরে বেড়িবাঁধের অবৈধ নাইন্টি পাইপ অপসারণ করায় পাউবো কর্মকর্তা-কর্মচারীদের হুমকি

গাজায় একদিনে ৭৪ নিহত, ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল আরও ৮ জনের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪১ জন খবরটি পড়েছেন
ছবি- সংগৃহীত

ডেস্ক নিউজ।

গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক হামলায় বুধবার একদিনেই ৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এদের মধ্যে ৮ জন প্রাণ হারান খাদ্য সহায়তা নিতে গিয়ে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত এক ত্রাণকেন্দ্রে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সহায়তা কেন্দ্রগুলোতে হামলায় এখন পর্যন্ত ৭৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, “দুর্ভাগ্যজনক হলেও এটি এখন একটি স্বাভাবিক দৃশ্য—খাবার আনতে গিয়েই মানুষ মারা যাচ্ছে।”

অন্যদিকে, দক্ষিণ গাজার নাসের হাসপাতালের জ্বালানি সরবরাহ দ্রুত ফুরিয়ে আসছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৩ সালে ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে গাজার স্বাস্থ্য খাতে ৬০০-র বেশি হামলা হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত অবস্থায় আছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক করেছেন।

অক্টোবর ২০২৩ থেকে চলমান ইসরাইলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা ৫৭ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

এরই মধ্যে, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ হিসেবে ১০ জন ইসরাইলি বন্দিকে মুক্তি দিতে রাজি হয়েছে। তবে তারা সতর্ক করে বলেছে, ইসরাইলের একরোখা অবস্থানের কারণে আলোচনায় অগ্রগতি কঠিন হয়ে দাঁড়িয়েছে।

হামাস নেতা তাহের আল-নুনু বলেন, “গণহত্যা বন্ধ না হলে এবং যুদ্ধ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত গাজাবাসীকে অবাধে চলাফেরা ও মর্যাদাসম্পন্ন জীবন যাপনের নিশ্চয়তা প্রয়োজন।”

কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনার পর্ব অব্যাহত থাকলেও, প্রকৃত সমাধানের পথ এখনো অনিশ্চিত।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews