ঢাকা, ১০ জুলাই ২০২৫: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। গত বছর, অর্থাৎ ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। সেই হিসাবে পাসের হার ১৫ শতাংশের বেশি কমেছে।
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, এসএমএস এবং স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে ফলাফল জানতে পারবে। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবারের ফলাফলে পাসের হার কমে যাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।