ডেস্ক নিউজ।
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করেনি। গত বছর এই সংখ্যা ছিল ৫১টি। এ বছরের ফলাফলে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় তিন গুণ বেড়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় অনলাইনে একযোগে প্রকাশিত ফল বিশ্লেষণে এই তথ্য জানা গেছে।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার নেমে এসেছে ৬৮ দশমিক ৪৫ শতাংশে, যা গত বছরের তুলনায় অনেকটাই কম। ২০২৪ সালে এই হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ।
ফলাফলে দেখা গেছে, এ বছর জিপিএ-৫ পেয়েছেন মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রীদের সংখ্যা ৭৩ হাজার ৬১৬ এবং ছাত্রদের সংখ্যা ৬৫ হাজার ৪১৬। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এবারও এগিয়ে রয়েছে মেয়েরা।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী। এর মধ্যে ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন ছিলেন ছাত্র এবং ছাত্রী ছিলেন ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন।
ছাত্রীদের পাসের হার ছিল ৭৯ দশমিক ৯৫ শতাংশ, যা ছাত্রদের চেয়ে বেশি (ছাত্রদের পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ)। ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৪ হাজার ৯৭৮ জন এবং ছাত্রীদের মধ্যে ৮০ হাজার ৯৩৩ জন।
এ বছর ২ হাজার ৬৯৫টি কেন্দ্র এবং ৯ হাজার ১৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।