ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর নিজের আসল ফেসবুক আইডি ও পেইজ জানিয়ে ভক্তদের সতর্ক করেছে। শনিবার (২৬ জুলাই, ২০২৫) দুপুরে একটি গাড়ির সিটে বসে লাইভে এসে তিনি জানান, তার নামে ফেসবুকে অসংখ্য ভুয়া পেইজ থাকলেও, ‘Shabnoor’ নামের পেইজ এবং ‘Shabnoor Shabnoor’ আইডিটিই তার একমাত্র আসল অ্যাকাউন্ট।
শাবনূর লাইভে এসে বলেন, “তোমরা অনেকেই বলছো যে তোমরা বুঝতে পারছো না এটা ফেক আইডি না অরিজিনাল আইডি। আসলে এটাই আমার পেইজ। এজন্য এই পেইজ থেকে তোমাদের সামনে এসেছি।” তিনি আরও বলেন, “তোমরা তো জানোই অরিজিনাল পেইজ ছাড়া কখনো লাইভে আসা যায় না। এটা আমারই পেইজ, সবকিছুই আমার। আমি নিজেই আমার আইডি ও পেইজ চালাই। আমার একটাই আইডি ও পেইজ।”
তার নামে কে বা কারা বিভিন্ন বানানে আইডি ও পেইজ খুলেছে এবং এমনকি কিছু পেইজ ভেরিফাইডও করেছে, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন শাবনূর। তিনি এই কাজকে ‘শত্রুতা’ আখ্যা দিয়ে বলেন, “আমার সঙ্গে শত্রুতা করছে কে, আমার সবকিছু হ্যাকিং করে শাবনূর সেজে এই কাজ করছে আমি জানি না। এই কাজ করা উচিত নয়।”
শাবনূর জানান, তার একটি ফেসবুক আইডি, পেইজ, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেল রয়েছে। তিনি বলেন, “আমি আপনাদের ভালোবাসায় এত সিক্ত ছিলাম যে কখনো এটা ভেরিফাইড করতে হবে এই চিন্তা করিনি। মনে হয়েছে ভেরিফাইড করে কী হবে, আমি তো ইনকাম করি না এটা নিয়ে।” ভক্তদের সতর্ক করতেই তিনি লাইভে এসেছেন বলেও জানান।
প্রসঙ্গত, শাবনূরের আসল নাম কাজী শারমিন নাহিদ নূপুর। নির্মাতা এহতেশামের দেওয়া ‘শাবনূর’ নামে তিনি পরিচিতি পান। ১৯৯৩ সালে ‘চাঁদনি রাতে’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় তার। সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া মান্না, রিয়াজ, ফেরদৌস, শাকিল খান, শাকিব খানসহ অনেক জনপ্রিয় নায়কের সঙ্গেই তিনি কাজ করেছেন। প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করা শাবনূর ২০০৫ সালে ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
অনেক বছর ধরে সিনেমা থেকে দূরে থাকা শাবনূর বর্তমানে ছেলে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন। ২০২৩ সালের শেষের দিকে দেশে ফিরে সিনেমায় ফেরার ঘোষণা দিলেও, গত বছরের এপ্রিলে ‘রঙ্গনা’ সিনেমার প্রথম পর্বের শুটিং শেষ করে তিনি আবার অস্ট্রেলিয়ায় ফিরে যান। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাগল মানুষ’ সিনেমার পর তাকে আর কোনো নতুন সিনেমায় দেখা যায়নি।