বিডিটেলিগ্রাফ ডেস্ক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ডিপফেক বা কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ছবি ও ভিডিওর মাধ্যমে সেলিব্রিটিদের হয়রানি নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং তার অনুসারীদের সচেতন হওয়ার আহ্বান জানান।
স্ট্যাটাসে সাদিয়া লেখেন, কিছু কিছু ফেসবুক পেজ রয়েছে, যারা সেলিব্রিটিদের ছবি এডিট করে এআই দিয়ে বিকৃত কনটেন্ট তৈরি করছে। তার মতে, এইসব পেজগুলো সম্ভবত এসব ছবি থেকে অর্থও উপার্জন করে থাকে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এতে ওদের নিচু মানসিকতার আর সস্তা মনভাবটাই বেশি ফুটে ওঠে।”
সবচেয়ে হতাশাজনক বলে তিনি মনে করেন, ২০২৫ সালেও মানুষ এখনো এআই চিনতে বা বুঝতে পারে না। অনেকেই ওই ভুয়া কনটেন্টকে সত্যি ভেবে প্রতিক্রিয়া জানায়।
তিনি বলেন, “ভাই-বোনেরা, এখন তো সময় হয়েছে একটু সচেতন হওয়ার! এসব এআই এডিটেড ছবি ও ভিডিওকে সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে!”
স্ট্যাটাসের শেষাংশে সাদিয়া তার দর্শক ও অনুসারীদের অনুরোধ করেন, কেউ যদি এমন ভুয়া ছবি বা ভিডিও দেখে, তবে সংশ্লিষ্ট পোস্ট ও পেজ রিপোর্ট করে ব্লক করে দিতে। তিনি জানান, বিষয়টি তিনি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের হাতে তুলে দেবেন এবং তারাই উপযুক্ত ব্যবস্থা নেবেন।