বিডিটেলিগ্রাফ রিপোর্ট
‘জুলাই সনদ’ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা ‘জুলাই যোদ্ধা’দের শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যার দিকে সরিয়ে দিয়েছে পুলিশ। আন্দোলনকারীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির জেরে পুলিশ লাঠিচার্জ করলে তাঁরা সড়ক ছাড়েন। এর ফলে মোড়ে সন্ধ্যা পৌনে সাতটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
রমনা জোনের পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সংঘর্ষ এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং কেউ মারাত্মক আহত হয়নি। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে আন্দোলনকারীরা মোড় অবরোধ করলে আশপাশের এলাকাগুলোতে যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা ‘জুলাইযোদ্ধা সংসদ’-এর ব্যানারে অবস্থান করছিলেন এবং দাবির দ্রুত বাস্তবায়ন চাচ্ছিলেন। তবে অভ্যন্তরীণ বিরোধের কারণে আন্দোলন ভিন্ন মোড় নেয়।