বিডিটেলিগ্রাফ ডেস্ক।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত জেলায় মর্টার শেল বিস্ফোরণে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ আগস্ট) সোরবন্দ গ্রামে এ ঘটনা ঘটে। আহত হয়েছে অন্তত ১২ জন, যাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় পুলিশ জানায়, মাঠে খেলার সময় শিশুরা মর্টার শেলটি খুঁজে পেয়ে খেলনা ভেবে ঘরে নিয়ে আসে। কিছুক্ষণ পর এটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই পাঁচ শিশু প্রাণ হারায়। আহতদের খলিফা গুল নওয়াজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বান্নু রেঞ্জের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা পরিস্থিতি পরিদর্শন করেন ও স্বজনদের সান্ত্বনা দেন। পুলিশ ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল পাঠিয়ে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু হয়েছে।
পাকিস্তানে এ ধরনের ঘটনা নতুন নয়। সন্ত্রাসবিরোধী অভিযানের পর বিভিন্ন এলাকায় বিস্ফোরক দ্রব্য পড়ে থাকায় শিশুদের জীবনে ঝুঁকি বাড়ছে। ২০২৩ সালে বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশেও অনুরূপ বিস্ফোরণে বহু প্রাণহানি ঘটে। নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করেছেন, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে।