1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এক লাখ রিজার্ভ সেনা দায়িত্বে ফেরেনি, আত্মহত্যা বেড়েছে ইসরায়েলি বাহিনীতে - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ডা. রুহুল আমিন উত্তরায় উদ্বোধন ‘মুগ্ধ মঞ্চ’: গণতন্ত্র ও স্মৃতির মিলনস্থল দেশের মানুষ পরিবর্তন চায়, বাস্তবায়ন হবে অগ্রাধিকার: তারেক রহমান অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা; টিমে থাকছে যারা! ফেনীর মহিপালে শিক্ষার্থীদের বিক্ষোভে সরকারদলীয়দের হামলায় নিহত ৭ আহত শতাধিক শ্যামনগরে বজ্রপাত রোধে তালের চারা রোপণ শ্যামনগরে গলায় ওড়না পেঁচিয়ে এক সন্তানের জননীর আত্মহত্যা জুলাই অভ্যুত্থান গণতন্ত্র ও স্বাধীনতার লড়াইয়ের প্রতীক: রাষ্ট্রপতি জোরপূর্বক জমি আদায়ে ব্যর্থ পুত্র, খাবারে বিশ মিশিয়ে বাবাকে হত্যা অভয়নগরে চাঁদাবাজির অভিযোগে নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে অপসারণ

এক লাখ রিজার্ভ সেনা দায়িত্বে ফেরেনি, আত্মহত্যা বেড়েছে ইসরায়েলি বাহিনীতে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৭ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

গাজায় যুদ্ধের প্রভাব ইসরায়েলি সেনাদের মানসিক স্বাস্থ্যে ভয়াবহভাবে পড়ছে—যা আত্মহত্যার ক্রমবর্ধমান ঘটনায় স্পষ্ট হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী মানসিক চাপ, পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (পিটিএসডি) এবং বেসামরিক জনগণের ওপর সহিংসতায় জড়িত থাকার ফলে ‘নৈতিক আঘাত’ এই সংকটকে তীব্র করছে।

২০২৩ থেকে ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় ৫০ জন সেনা আত্মহত্যা করেছেন, যা ২০২১ সালের ১১ এবং ২০২২ সালের ১৪ জনের তুলনায় অনেক বেশি। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, কেবল ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই ২৮ জন সেনা আত্মহত্যা করেন।

সাম্প্রতিক উদাহরণগুলোর মধ্যে রয়েছেন ২৭ জুলাই রিজার্ভ সেনা অ্যারিয়েল মিয়ার তামান এবং ৫ জুলাই পিটিএসডি আক্রান্ত ড্যানিয়েল এদ্রি। জুলাই মাসে আরও দুই সেনার ‘সন্দেহজনক আত্মহত্যা’ এবং ১৫ জুলাই কর্পোরাল ড্যান ফিলিপসনের মৃত্যু এই তালিকায় যুক্ত হয়।

ইসরায়েলি গণমাধ্যম কেএএন জানিয়েছে, প্রায় এক লাখ রিজার্ভ সেনা ছুটির পর আর দায়িত্বে ফেরেনি, যদিও সরকারি হিসাব অনুযায়ী ফেরার হার ৮০ শতাংশ। এ ছাড়া বিমান বাহিনীর এক হাজার সদস্য যুদ্ধ বন্ধের আহ্বান জানানো এবং শতাধিক কর্মকর্তার খোলা চিঠিতে যুদ্ধকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দেওয়ার ঘটনা সেনাদের মনোবল নিয়ে প্রশ্ন তুলেছে।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, নৈতিক আঘাত এবং পিটিএসডি নতুন প্রজন্মের সৈন্যদের মধ্যেও বৃহত্তর মানসিক স্বাস্থ্য সংকট তৈরি করতে পারে। যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ১৬ হাজার সেনা মানসিক সেবা নিয়েছেন এবং ৩,৭৭০ জন আনুষ্ঠানিকভাবে পিটিএসডি রোগী হিসেবে চিহ্নিত হয়েছেন।

গাজায় ইসরায়েলি অভিযানে প্রায় ৬০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৭ হাজারেরও বেশি শিশু। অনেকেই গুরুতর আহত বা অঙ্গহানি নিয়ে বেঁচে আছেন। গবেষকদের মতে, এই সহিংসতা প্রত্যক্ষ করা বা তাতে অংশগ্রহণ করা সেনাদের মানসিক ভাঙনের অন্যতম কারণ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews