পিরোজপুর সংবাদদাতা।
পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্যপ্রার্থী শামীম সাঈদী দাবি করেছেন, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি হলেও তাঁর পরিবারের সদস্যরা ‘চোর-ডাকাত’। শেখ কামালের বিরুদ্ধে ব্যাংক ডাকাতির এবং শেখ হাসিনার বিরুদ্ধে ১৪টি ব্যাংক ডাকাতি ও রাস্তার বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ করেন তিনি।
৫ আগস্ট পিরোজপুরের নেছারাবাদে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্বরূপকাঠি পৌরসভা চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
শামীম সাঈদী বলেন, “আমরা চোরদের বিরুদ্ধে। এই জুলাইয়ের বিপ্লব ছিল দুর্নীতিবিরোধী। আমরা কোটাবিরোধী এবং মেধার পক্ষে। সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশকে গড়তে হবে।”
তিনি আরও বলেন, তাঁর পিতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত পিরোজপুরের এমপি ছিলেন। সে সময় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা নিজেদের নিরাপদ মনে করতেন। দাড়িপাল্লার পক্ষে রায় দিলে ভবিষ্যতেও সবাই নিরাপদ থাকবে বলে তিনি দাবি করেন।