কক্সবাজার প্রতিনিধি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ কেন্দ্রীয় নেতা কক্সবাজার সফরে গিয়েছেন, তবে তাঁদের সঙ্গে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকের যে গুঞ্জন ছড়িয়েছে, তা পুরোপুরি গুজব বলে দাবি করেছেন দলটির মুখ্য সমন্বয়ক।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান এনসিপি নেতারা। পরে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তাঁরা হোটেল সি পার্লে ওঠেন।
হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডা. তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ ও নাসিরউদ্দীন পাটোয়ারী—এই পাঁচ নেতা সফরে অংশ নেন।
এ সময় হোটেল সি পার্লে তাঁদের সঙ্গে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের গোপন বৈঠক হয়েছে বলে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে হোটেল কর্তৃপক্ষ এমন বৈঠকের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, “এটা সম্পূর্ণ গুজব। আমরা এখানে ঘুরতে এসেছি। হোটেলে চেকইন করার পর এমন একটা খবর দেখতে পেলাম। কোনো বৈঠক হয়নি।