বিডিটেলিগ্রাফ ডেস্ক।
গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে অনাহার ও অপুষ্টির কারণে মারা গেছে আটজন শিশু।
স্থানীয় চিকিৎসা কর্মকর্তাদের বরাতে আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহতদের মধ্যে অন্তত ৫৮ জন ছিলেন ত্রাণপ্রত্যাশী। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের খাদ্য বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতরা সবাই নিরস্ত্র ছিলেন এবং গুলি বন্ধের অনুরোধ সত্ত্বেও হামলা বন্ধ করেনি ইসরায়েলি বাহিনী।
এদিকে গাজার মানবিক সংকট মোকাবিলায় ৬ কোটি ডলারের খাদ্য সহায়তা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “গাজার মানুষ পর্যাপ্ত খাবার পাচ্ছে না। আমরা তাদের খাওয়ানোর চেষ্টা করছি।”
তবে এই সহায়তা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, যুক্তরাষ্ট্র পরিচালিত বেশিরভাগ ত্রাণই অখাদ্য এবং এসব ত্রাণ বিতরণের সময় ও স্থান আগে থেকেই জানানো হয় ইসরায়েলি সেনাবাহিনীকে, যা পরবর্তীতে হামলার সুযোগ তৈরি করে দেয়। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ জানালেও ইসরায়েল তাতে সাড়া দিচ্ছে না।