দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন।
তিনি বলেন, আমরা কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে বলতে চাইনা তারপরও একটি মৌলবাদী সংগঠন (জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে) বাংলাদেশ কে নিয়ে চক্রান্ত করছে। তিনি উপস্থিত হাজার হাজার নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আমি আপনাদের বলতে চাই, মসজিদে কোন রাজনৈতিক দলের মিটিং করতে দেবেন না।
তিনি আরো বলেন, আমরা যেমন মিটিং করি মাঠে। তারাও মিটিং করবে মাঠে। কোন মসজিদ রাজনৈতিক দলের আস্তানা হতে পারেনা।
মঙ্গলবার (৫ আগষ্ট) বিকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপি‘র পক্ষ থেকে বিজয় র্যালী শেষে দৌলতপুর থানা বাজার চত্বরে এ সমাবেশে উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, বিএনপি নেতা হাজি গোলাম মোস্তফা, রেজাউল করীম সহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন ।