ডেস্ক নিউজ।
রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৬ আগস্ট) রাতে স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে এ সিদ্ধান্ত জানান তিনি। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের আমদানি শুল্ক এখন দাঁড়াল ৫০ শতাংশে, যা চীনের চেয়ে ২০ শতাংশ এবং পাকিস্তানের চেয়ে ২১ শতাংশ বেশি।
ট্রাম্প সতর্ক করেছেন, যারা রাশিয়ার কাছ থেকে তেল কিনে ভ্লাদিমির পুতিনের যুদ্ধ অর্থায়নে সহায়তা করছে, তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে ভারতের পাশাপাশি অন্য কিছু দেশের নামও আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
পাকিস্তানের ক্ষেত্রে বিপরীত পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদের ওপর শুল্ক কমিয়ে ১৯ শতাংশে আনা হয়েছে এবং এক নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়েছে, যার আওতায় পাকিস্তানের তেলসম্পদ উন্নয়নের পরিকল্পনাও অন্তর্ভুক্ত।
ট্রাম্প তার মন্তব্যে বলেছেন, “ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়। আমরা ২৫ শতাংশ শুল্কে সমঝোতায় পৌঁছেছিলাম, কিন্তু এখন সেটা যথেষ্ট নয়।” তার অভিযোগ, ভারত অপ্রয়োজনীয় বাণিজ্য বাধা তৈরি করছে যা অত্যন্ত “কঠোর ও বিরক্তিকর”।
জবাবে ভারতের সরকার বলেছে, রাশিয়া থেকে তেল কেনা বৈশ্বিক বাস্তবতার অংশ, যেখানে ইউরোপীয় ইউনিয়নও ২০২৪ সালে রাশিয়া থেকে ৬৭.৫ বিলিয়ন ইউরোর এলএনজি আমদানি করেছে।