বিডিটেলিগ্রাফ ডেস্ক।
আওয়ামী শাসনের বিরুদ্ধে ‘জুলাই আন্দোলন’ কোনো ব্যক্তি বা দলের নয়, বরং এটি সবার আন্দোলন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৬ আগস্ট) লন্ডনের রয়েল রিজেন্সিতে শ্বশুর ও সাবেক নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “এই আন্দোলনে কেউ একক কৃতিত্বের দাবিদার নন। আমাদের সবাইকে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে, শহীদদের জন্য কাজ করতে হবে।”
তিনি প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করে বলেন, তারা অতীতে যেমন সহযোগিতা করেছেন, ভবিষ্যতেও গণতান্ত্রিক সরকারকে তেমনি সহযোগিতা করবেন।
মাহবুব আলী খান ১৯৭৯ সালে নৌবাহিনীর প্রধান এবং পরে জিয়াউর রহমান সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৪ সালের ৬ আগস্ট মৃত্যুবরণ করেন।