ডেস্ক নিউজ।
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সং ইয়ং-কিউয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে একটি গাড়ির ভেতর থেকে। ৪ আগস্ট সিউলের দক্ষিণে ইয়ংইন শহরের চিওইন-গু এলাকায় এই ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৫ বছর।
স্থানীয় এক পথচারী গাড়ির ভেতরে অচেতন অবস্থায় তাকে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে সং ইয়ং-কিউকে মৃত ঘোষণা করে। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে কোনো আত্মহত্যার চিরকুট কিংবা জোরপূর্বক হত্যার প্রমাণ পাওয়া যায়নি।
দুই সপ্তাহ আগেই মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছিল। এরপর তিনি একাধিক নাটক ও সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নেন, যার মধ্যে ছিল জনপ্রিয় মঞ্চনাটক ‘শেক্সপিয়র ইন লাভ’। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক বিতর্ক এবং সোশ্যাল মিডিয়ার নেতিবাচক মন্তব্য তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে।
১৯৯৪ সালে শিশুদের জন্য নির্মিত মিউজিক্যাল ‘দ্য ম্যাজিশিয়ান মিউরুয়েল’-এর মাধ্যমে তার অভিনয়জীবন শুরু হয়।