বিডিটেলিগ্রাফ ডেস্ক।
উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরালী গ্রামে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির ফলে হড়পা বান সৃষ্টি হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং নিখোঁজ রয়েছেন ৫০ জনের বেশি মানুষ। উদ্ধার করা হয়েছে ২৭০ জনকে।
মহারাষ্ট্রের জলগাঁও জেলা থেকে উত্তরকাশী ভ্রমণে আসা ১৯ সদস্যের এক দলের মধ্যে মাত্র তিনজনের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়েছে। বাকিরা নিখোঁজ রয়েছেন। এছাড়া হর্ষিল সেনাছাউনির আরও ১১ জন নিখোঁজ আছেন বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
গঙ্গোত্রী থেকে মুখওয়া যাওয়ার পথে আটকে পড়া ৩০৭ জন পুণ্যার্থীকে উদ্ধার করে হর্ষিল হেলিপ্যাডে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (NDRF) ৬৯ জন সদস্য। উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে ড্রোন, স্যাটেলাইট ফোন, ক্যাডাভার কুকুর ও অন্যান্য প্রযুক্তি।
বিশেষজ্ঞদের মতে, হিমবাহ গলে ক্ষীরগঙ্গা নদীর ধারে প্রায় ৩৬০ মিলিয়ন ঘনমিটার কাদা ও পাথরের স্রোত নেমে আসে, যা ১,৪০,০০০টি অলিম্পিক সুইমিং পুলের সমান। এর ধাক্কায় মুহূর্তেই গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়।
পাশাপাশি হিমাচল প্রদেশের কিন্নৌর জেলাতেও একই ধরনের হড়পা বানে একটি অস্থায়ী সেতু ধ্বংস হয়ে পড়ে, যেখানে জিপলাইনের মাধ্যমে ৪০০-র বেশি মানুষকে উদ্ধার করা হয়।