বিডিটেলিগ্রাফ ডেস্ক।
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী ভাড়াটে উচ্ছেদ ও ভাড়া বৃদ্ধির সমালোচনার মুখে যুক্তরাজ্যের গৃহহীনবিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ১০ ডাউনিং স্ট্রিট তার পদত্যাগ নিশ্চিত করে।
পূর্ব লন্ডনের বো এলাকায় নিজের মালিকানাধীন বাড়ি থেকে চারজন ভাড়াটেকে উচ্ছেদ করে ভাড়া একলাফে ৭০০ পাউন্ড বাড়ানোর অভিযোগে তিনি সমালোচনার মুখে পড়েন। ওই সময় তিনি গৃহহীনদের সুরক্ষা ও ভাড়াটে অধিকার রক্ষার দায়িত্বে ছিলেন।
ভাড়াটে অধিকার সংগঠন ও বিরোধী রাজনৈতিক দলগুলো তার পদত্যাগ দাবি করে, একে ভণ্ডামির উদাহরণ আখ্যা দেয়। গ্রিন পার্টি কঠোর ভাড়া নিয়ন্ত্রণ আইন প্রণয়নের আহ্বান জানায়।
রুশনারা দাবি করেছেন, ভাড়াটেরা চুক্তির পূর্ণ মেয়াদ বসবাস করে নিজেরাই চলে যান। তবে সমালোচকরা বলেন, তার পদক্ষেপ রেন্টার্স রাইটস বিলের পরিপন্থী, যে বিলের পক্ষে তিনি নিজেই ভোট দিয়েছিলেন।