বিডিটেলিগ্রাফ ডেস্ক।
অন্তর্বর্তী সরকারের প্রতি প্রত্যাশা ভঙ্গ হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার ঢাকায় জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, এই সরকারের পদক্ষেপে বড় ধাক্কা খেয়েছেন তারা।
নূর অভিযোগ করেন, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল এবং শেখ হাসিনার মতো নেতৃত্বের উত্থানের পেছনে যে রাজনৈতিক কাঠামো রয়েছে, তা সংস্কার ছাড়া পরিবর্তন সম্ভব নয়। “অতীতে যেভাবে দেশ চালানো হয়েছে, সেই পদ্ধতি যদি কেউ চালিয়ে যেতে চায়, তা মেনে নেওয়া হবে না,” বলেন তিনি।
সাংবাদিক হত্যার ঘটনায় আশপাশে উপস্থিত মানুষের নিষ্ক্রিয়তার সমালোচনা করে নূর বলেন, এসব ঘটনাকে রাজনৈতিকভাবে কাজে লাগানোও ঠিক নয়। তিনি সতর্ক করেন, আওয়ামী লীগের পুনর্বাসনের মাধ্যমে রাজনৈতিক সহযোগিতা পাওয়ার আশা ভুল।
জুলাই ঘোষণাপত্রে প্রত্যাশা প্রতিফলিত হয়নি উল্লেখ করে নূর বলেন, কিছু দলে গতানুগতিক বিষয় যুক্ত হয়েছে। তিনি মনে করিয়ে দেন, গণ-অভ্যুত্থানের পটভূমি ছিল ১৬ বছরের শাসনকাল, যেখানে গুম, খুন ও দমন-পীড়ন ঘটেছে।