বিডিটেলিগ্রাফ ডেস্ক।
জম্মু ও কাশ্মীরের কুলগাঁও জেলার অখল জঙ্গলে চলমান অভিযানে শনিবার রাতভর সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে ভারতীয় সেনার দুই সদস্য নিহত হয়েছেন। সেনা সূত্রে জানা গেছে, এ সংঘর্ষে আরও চারজন গুরুতর আহত হন, যাদের মধ্যে দুইজন পরে মারা যান।
১ আগস্ট থেকে শুরু হওয়া ‘অপারেশন অখল’-এ ভারতীয় সেনা, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ যৌথভাবে অংশ নিচ্ছে। অভিযানের প্রথম দিনেই তিন জঙ্গি নিহত হয়। গত নয় দিনে আরও কয়েকজন জঙ্গিকে হত্যা করা হয়েছে। ঘন জঙ্গলের গুহায় লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করতে সেনারা ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করছেন।
অপারেশনটি শুরু হয় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, যেখানে কুলগাঁও থেকে ১২ কিলোমিটার দূরের অখল গ্রামে জঙ্গিদের অবস্থানের খবর পাওয়া যায়। তল্লাশির সময় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এর আগে ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হয়। ওই ঘটনার জড়িত মাস্টারমাইন্ড সুলেমান ওরফে আসিফ ও তার দুই পাকিস্তানি সহযোগীকে কয়েকদিন আগে অপারেশন মহাদেব-এ হত্যা করে সেনা।