রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির কোটা বণ্টনের জন্য ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্য প্রেরণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের সহকারী পরিচালক (একিউএইউ) কামরুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজস্ব খাতভূক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির কোটা বণ্টনের জন্য ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্যাদি আগামী ১৪ আগস্টের মধ্যে মধ্যে পাঠাতে হবে। ই-মেইলে (dd_plan_pbm@yahoo.com) এবং হার্ডকপি মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবর প্রেরণ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এসএসসি পরীক্ষা-২০২৫ এর বোর্ডের নাম, অংশগ্রহণকারী মোট নিয়মিত শিক্ষার্থী, নিয়মিত উত্তীর্ণ, শুধু জিপিএ-৫ প্রাপ্ত নিয়মিত উত্তীর্ণ, জিপিএ-৫ ব্যতীত নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা নির্ধারিত ছকে পাঠাবে হবে। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, কুমিল্লা, সিলেট, বরিশাল, যশোর, চট্টগ্রাম ও দিনাজপুর রোর্ডের চেয়ারম্যানকে এ তথ্য পাঠাতে বলা হয়েছে।