বিডিটেলিগ্রাফ ডেস্ক।
ইয়েমেনে ব্যবসায়ী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার সাজা দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। নিহত তালাল আবদো মাহদির ভাই আবদুল ফাত্তাহ মাহদি শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এবং ইয়েমেনের ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে চিঠি দিয়ে তৃতীয়বারের মতো এ আহ্বান জানান।
চিঠিতে হত্যাকাণ্ডকে জঘন্য ও ক্ষমার অযোগ্য বলে উল্লেখ করে ন্যায়বিচার বিলম্বিত না করার দাবি জানানো হয়। আদালতের সূত্রে জানা গেছে, ২০১৭ সালে নিমিশা প্রিয়া তালালকে হত্যা করে মরদেহ টুকরো করে ব্যাগে ভরে ভূগর্ভস্থ পানির ট্যাঙ্কে লুকিয়ে রাখেন।
চলতি বছরের ৭ জুন এবং ১৬ জুলাই মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ থাকলেও, ইয়েমেনি কর্তৃপক্ষ তা স্থগিত করে। ভারত সরকারের কূটনৈতিক প্রচেষ্টা ও ব্লাড মানির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়, তবে ভুক্তভোগীর পরিবার ক্ষতিপূরণ গ্রহণে অস্বীকৃতি জানায়।