বিডিটেলিগ্রাফ ডেস্ক।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামাসকে ক্ষমতা থেকে সরানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরাইল গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ নেবে এবং সীমান্তে একটি ‘নিরাপত্তা অঞ্চল’ স্থাপন করবে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আগে দেওয়া এই ঘোষণায় নেতানিয়াহু গাজায় যুদ্ধ শেষ করার জন্য পাঁচ দফা নীতি উপস্থাপন করেন। এতে রয়েছে—হামাসের নিরস্ত্রীকরণ, সব জিম্মি ফেরত আনা, গাজার অসামরিকীকরণ, ইসরাইলের অতিরিক্ত নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বাইরে একটি বিকল্প বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা।
নেতানিয়াহুর দাবি, গাজা দখল নয়, বরং হামাসের কবল থেকে মুক্ত করাই ইসরাইলের লক্ষ্য। তিনি বলেন, “গাজার মানুষ মুক্তির জন্য আমাদের এবং বিশ্বের কাছে আবেদন জানাচ্ছে।” তার মতে, হামাস যদি জিম্মিদের মুক্তি দেয় ও অস্ত্র সমর্পণ করে, তবে যুদ্ধের অবসান সম্ভব।