বিডিটেলিগ্রাফ ডেস্ক।
অস্ট্রেলিয়া সরকার খুব শিগগিরই-এমনকি আজই- ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে বলে জানা গেছে। সোমবার (১১ আগস্ট) সিডনি মর্নিং হেরাল্ড নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
গাজায় চলমান মানবিক সংকট এবং ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে অস্ট্রেলিয়ার স্বীকৃতি পরিকল্পনাকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘লজ্জাজনক’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই এ খবরে প্রকাশ পায়।
প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন লেবার পার্টি মূলত আগামী মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগে এই স্বীকৃতির পরিকল্পনা করেছিল। তবে সোমবার সকালে ক্যানবেরায় মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি জরুরি হিসেবে আলোচনায় আসে এবং তাৎক্ষণিক সিদ্ধান্তের সম্ভাবনা তৈরি হয়।