1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেত্রকোণা সদর উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি মজিবুর, সম্পাদক সেন্টু - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক সেবনকালে ধরা প্রধান শিক্ষক,মোবাইল কোর্টে ১৫ দিনের কারাদণ্ড শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে “কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই নির্বাচন”-প্রধান উপদেষ্টা বুটেক্সে পাটশিল্পের উপর “হাফিজউদ্দিন আহমেদ ও ফাতেমা আহমেদ ট্রাস্ট লেকচার–২০২৫” অনুষ্ঠিত   দৌলতপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত অভয়নগরে ট্রাকের ধাক্কায় অটোভ্যান আরোহীর মৃত্যু ঝিনাইদহে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, আগুনে দগ্ধ স্বামীও ওভারটেক করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ভাঙ্গায় প্রাণ গেল এক যাত্রীর ১৬ অক্টোবর প্রকাশ হবে এইচএসসি ও সমমানের ফলাফল রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনা: অগ্নিকাণ্ডে প্রাণ গেল ২০ যাত্রীর

নেত্রকোণা সদর উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি মজিবুর, সম্পাদক সেন্টু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১০২ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর,নেত্রকোণা।

নেত্রকোণা সদর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান খান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাজউদ্দিন ফারাস সেন্টু।

সোমবার (১১ আগস্ট) রাতে কাউন্সিল অধিবেশনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে দুপুরে জেলা শহরের পাবলিক হলে সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থাপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো: আনোয়ারুল হক।

নেত্রকোণা সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. মজিবুর রহমান খানর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. তাজেজুল ইসলাম ফারাস সুজাতের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন। এতে প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের মাটি ও মানুষের দল। বিএনপি সব সময় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করে আসছে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসে বিএনপিসহ বিরোধী মত দমন করতে অত্যাচার,নির্যাতন,মামলা,হামলা,অপহরণ, গুম,খুনের পথ বেছে নেয়।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর দেশে বাক স্বাধীনতা ও গণতন্ত্র ছিল না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে এসেছে। এরই ধারাবাহিকতায় ছাত্র জনতা ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। স্বৈরাচারের পতন হলও এখনও দেশ গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরে আসেনি। পতিত স্বৈরাচার ভারতের মাটিতে বসে অফিস খুলে দেশ বিরোধী নানা ধরনের ষড়ষন্ত্র করছে। ফ্যাসিবাদ যাতে আর কোন দিন এদেশে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, জাতীয় সংসদের নির্বাচন তফসিল ঘোষণার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে কোন প্রকার ভুল করা যাবে না। দেশের মানুষ যদি একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে।

এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি কেদ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানী, জেলা বিএনপির সদস্য সচিব ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. রফিকুল ইসলাম হিলালী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযাদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আমিনুল হক খান মুকুল, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ১২ টি ইউনিয়নের কাউন্সিলরগণ সরাসরি ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সভাপতি পদে মজিবুর রহমান খান এবং তাজউদ্দিন ফারাস সেন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews