বিডিটেলিগ্রাফ ডেস্ক।
পাকিস্তানের সেনাপ্রধানের হুমকির পাল্টা জবাবে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সতর্ক করে বলেছেন, দেশের পরবর্তী সশস্ত্র সংঘাত ধারণার চেয়েও দ্রুত শুরু হতে পারে। তিনি বেসামরিক ও সামরিক উভয় খাতের সম্মিলিত প্রস্তুতির আহ্বান জানান।
৪ আগস্ট আইআইটি মাদ্রাজে এক বক্তব্যে দ্বিবেদী বলেন, ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদস্য, বিজ্ঞানী, শিল্পখাত, শিক্ষাঙ্গন ও সাধারণ নাগরিক—সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো দেশের নাম উল্লেখ না করলেও তিনি সতর্ক করেন, সম্ভাব্য শত্রুপক্ষ হয়তো একা নয়, বরং অন্য দেশের সহায়তাও নিতে পারে।
‘অপারেশন সিঁদুর’-এর অভিজ্ঞতা তুলে ধরে সেনাপ্রধান বলেন, রাজনৈতিক আস্থা, স্পষ্ট নির্দেশনা ও জাতীয় প্রস্তুতি থাকলে ভারত বড় কোনো সংঘাত মোকাবিলায় সক্ষম।