বিডিটেলিগ্রাফ ডেস্ক।
আগামী বছরের ফেব্রুয়ারিতে সম্ভাব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক পুনর্গঠনে তৎপবরতা বাড়িয়েছে বিএনপি। দলটি চলতি আগস্ট ও সেপ্টেম্বরের মধ্যে অন্তত ১০টি জেলায় সম্মেলন আয়োজনের পরিকল্পনা করেছে।
ইতিমধ্যে রাজশাহী মহানগরে ১৬ বছর পর ও নওগাঁ জেলায় ১৫ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসব সম্মেলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থেকে দিকনির্দেশনা দিচ্ছেন।
বিএনপির কেন্দ্রীয় দপ্তরের তথ্য অনুযায়ী, ৮২টি সাংগঠনিক জেলার মধ্যে মাত্র ২০টিতে পূর্ণাঙ্গ কমিটি আছে, অর্ধশত জেলায় দীর্ঘদিন সম্মেলন হয়নি। বেশিরভাগ অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের অপেক্ষায়।
দলটি ইতিমধ্যে বিভাগভিত্তিক দায়িত্ব বণ্টন করেছে, যাতে আগামী কয়েক মাসে হবিগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, সুনামগঞ্জসহ বিভিন্ন জেলায় সম্মেলন শেষ করা যায়। তবে কিছু স্থানে আওয়ামী লীগ ঘনিষ্ঠ বা সুবিধাভোগীদের পদ দেওয়ার অভিযোগ উঠেছে।
বিএনপির নেতারা বলছেন, তৃণমূলে শক্তিশালী সংগঠন গড়াই এখন প্রধান লক্ষ্য, যাতে নির্বাচনের আগে সাংগঠনিক বিশৃঙ্খলা দূর করা যায়।