বিডিটেলিগ্রাফ ডেস্ক।
গাজা উপত্যকার পূর্বাঞ্চলে সোমবার কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে তীব্র বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। সাবরা, জয়তুন ও শেজাইয়ায় ট্যাংক ও বিমান হামলায় বহু পরিবার পশ্চিম দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। স্থানীয়রা বলছেন, এ রাত ছিল সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ, যা বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত দিচ্ছে।
রোববার আল শিফা হাসপাতাল প্রাঙ্গণে একটি তাঁবুতে আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফসহ ছয়জন সাংবাদিক নিহত হন—যা প্রায় ২২ মাসে সাংবাদিকদের ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলা। হামাস জানায়, বর্তমানে প্রায় ১০ লাখ বাস্তুচ্যুত মানুষ গাজা সিটিতে আশ্রয় নিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামাস যোদ্ধাদের লক্ষ্য করে গোলাবর্ষণ এবং রকেট উৎক্ষেপণস্থল ধ্বংস করা হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে দ্রুত গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে নির্দেশ দিয়েছেন।
নতুন এই অভিযানে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ একে অন্তহীন যুদ্ধের পথে অগ্রসর হওয়া বলে উল্লেখ করেছেন। জার্মানি গাজায় ব্যবহৃত হতে পারে এমন সামরিক সরঞ্জাম ইসরায়েলে রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে। ব্রিটেন ও ইউরোপীয় মিত্ররা ইসরায়েলকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।