বাঘারপাড়া প্রতিনিধি। যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড
বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ইউনিয়নের বাকড়ী বাজারের এ অফিস উদ্বোধন
করেন উপজেলা বিএনপির সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি তানিয়া রহমান সুমি। অনুষ্ঠানটির
আয়োজন করে ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
বুধবার বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মালিকানাধীন বাজারের একটি সেমি পাকা দোকানঘরকে
৫নম্বর (বাকড়ী ও দোগাছি গ্রাম) এবং ৬নম্বর (ঘোড়ানাছ ও কমলাপুর গ্রাম) ওয়ার্ড বিএনপির
কার্যালয় হিসেবে এদিন উদ্বোধন করা হয়।
৬নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বিধান চন্দ্র রায়ের (চাঁদ) সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আসলাম হোসেনের সঞ্চালনায় এদিনের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শামসুর রহমান, পৌর সাধারন সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা সাংগঠনিক সম্পাদক একলাচ হোসেন, পৌর সাংগঠনিক মেহেদী খন্দকার, হাবিবুর রহমান,উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এফএমআসলাম হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি দাউদ হোসেন, যুবদল নেতা হিরু আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা লাভলুর রহমান, ছাত্রদল নেতা নাফিস ইকবাল ঈছা, মাসুম পারভেজ, ৬নং ওয়ার্ড বিএনপির সম্পাদক প্রদীপ বিশ্বাস, ৫ এর সভাপতি নিরাপদ বিশ্বাস, সাধারন সম্পাদক চিন্ময় গুপ্ত প্রমুখ।
উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি তানিয়া রহমান বিএনপির এ কার্যালয়টিকে নেতা-কর্মীদের ঐক্য ও সংহতির প্রতিক হিসেবে চিহ্নিত করে বলেন, আজ থেকে এটা মুক্ত গণতন্ত্রের চর্চাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হলো। এখানে রাজনৈতিক সামাজিকসহ এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অফিসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
চাঁদাবাজি ও মাদক কারবারীদের নির্মুল করতে নেতা কর্মীদের উদাত্ত¡ আহŸান জানান এসময়।