বিডিটেলিগ্রাফ ডেস্ক।
ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, বিহারে জীবিত অন্তত সাত ভোটারের নাম নির্বাচন কমিশন ‘মৃত’ বলে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। মঙ্গলবার তিনি নিজের বাসভবনে ওই সাতজনের সঙ্গে চা খেয়ে আলোচনা করেন এবং বিষয়টি নিয়ে ভিডিও প্রকাশ করেন।
ভিডিওতে দেখা যায়, চার নারী ও তিন পুরুষ ভোটার রাহুলের সঙ্গে টেবিলে বসে কথা বলছেন ও চা পান করছেন। তাঁদের দাবি, ভোটার তালিকা পরীক্ষা করে তাঁরা দেখেছেন, মৃত ঘোষণা করে তাঁদের নাম মুছে দেওয়া হয়েছে। কারও ক্ষেত্রে কমিশনের কর্মীরা নথি নেওয়ার পরও এভাবে নাম বাদ দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে অভিযোগ, একটি পঞ্চায়েত এলাকায় অন্তত ৫০ জনের নাম একইভাবে বাদ পড়েছে।
এরা বিহারের রাঘোপুর আসনের ভোটার, যা আরজেডি নেতা তেজস্বী যাদবের কেন্দ্র। রাহুল বলেন, মহাজোট মিলে এ ধরনের ভোট চুরির ঘটনা বন্ধ করা হবে। ব্যঙ্গ করে তিনি মন্তব্য করেন, জীবনে প্রথমবার মৃত ব্যক্তিদের সঙ্গে চা খাওয়ার সুযোগ পেয়ে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছেন।
গত ৭ আগস্ট রাহুল নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তোলেন। কমিশন অভিযোগের প্রমাণ দিতে না পারলে তাঁকে ক্ষমা চাইতে বলেছে। কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিকও এ বিষয়ে তদন্তের জন্য নথি চেয়েছেন।