কেশবপুর প্রতিনিধি।
যশোরের কেশবপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে মঙ্গলকোট ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদল নেতা ইউনুস আলীর বাড়িতে এ বৈঠক হয়।
২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রেহেনা আজাদ। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা রূপরেখা বাস্তবায়িত হলে দেশে সুশাসন, নারীর অধিকার, স্বাস্থ্যসেবা এবং নাগরিকদের কথা বলার অধিকার নিশ্চিত হবে।
তিনি আগামী জাতীয় নির্বাচনে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বৈঠকে বিশেষ অতিথি ছিলেন মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মুস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক ইউসুফ আলী ঢালী এবং যশোর জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নাজমা সুলতানা।
এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা কামরুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু ও পৌর মহিলা দলনেত্রী রেক্সনা খাতুন। বৈঠকে ওয়ার্ড বিএনপির নেতাদের পাশাপাশি শতাধিক মহিলা কর্মী উপস্থিত ছিলেন।