বিডিটেলিগ্রাফ ডেস্ক।
বাংলাদেশে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবি রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। বিদ্যমান জয়-পরাজয়ভিত্তিক আসন বণ্টন ব্যবস্থার বদলে পিআর পদ্ধতিতে দলগুলো ভোটের শতকরা হারে আসন পাবে। তবে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য তীব্র হওয়ায় নির্বাচনী অঙ্গনে নতুন সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।
পিআরের পক্ষে কঠোর অবস্থানে আছে জামায়াতে ইসলামী, যারা বলছে ক্ষমতার ভারসাম্য আনতে এ পদ্ধতি অপরিহার্য। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেবল উচ্চকক্ষে পিআরের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে বিএনপি বলছে, শতাংশ হিসেবে বেশি আসন পাওয়ার লোভেই কিছু দল পিআর সমর্থন করছে, যা শেষ পর্যন্ত আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাম্প্রতিক জরিপে দেখা গেছে, উচ্চকক্ষে পিআর পদ্ধতির পক্ষে ৭১ শতাংশ মানুষ মত দিয়েছে। নিম্নকক্ষ নিয়ে কোনো জরিপ ফলাফল পাওয়া যায়নি।