পাথরঘাটা প্রতিনিধি।
বরগুনার পাথরঘাটায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও পল্লী চিকিৎসক বিজয় কৃষ্ণ হালদারের ওপর হামলার ঘটনায় স্থানীয় সালিশে কৃষক দল নেতা মো. ইদ্রিস মুন্সীকে প্রকাশ্যে ২৫ বেত্রাঘাত ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার রূপদোন আমিরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে শত শত মানুষের উপস্থিতিতে এ রায় কার্যকর হয়।
সালিশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হাবিবুর রহমান ও কাকচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন সিকদারসহ স্থানীয় নেতারা। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনির নির্দেশে এই সালিশ অনুষ্ঠিত হয়।
অভিযোগ অনুযায়ী, গত ৪ জুলাই চিকিৎসক কৃষ্ণ হালদার ইদ্রিসের অসুস্থ মাকে দেখতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ইদ্রিস লোহার পাইপ দিয়ে তাঁর হাতে আঘাত করে হাত ভেঙে দেন। গরিবের ডাক্তার নামে পরিচিত কৃষ্ণ হালদারের ওপর এ হামলায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। পরবর্তীতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় এবং থানায় মামলা হলেও পুলিশ ইদ্রিসকে ধরতে ব্যর্থ হয়।
সালিশে শাস্তি কার্যকরের পর শিক্ষক কৃষ্ণ হালদারের কাছে ক্ষমা চাইলে তিনি ইদ্রিসকে ক্ষমা করে দেন। কৃষ্ণ হালদার বলেন, “ইদ্রিসের পরিবারের সবাই আমার ছাত্র। সে জনসমক্ষে ভুল স্বীকার করেছে, তাই আমি তাকে ক্ষমা করেছি।” অপরদিকে ইদ্রিস মুন্সী জানান, “কাজটি অন্যায় হয়েছে, আমি ভুল স্বীকার করেছি।”
পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান বলেন, “ইদ্রিসের নামে আরও অভিযোগ রয়েছে। স্থানীয় সালিশ হলেও পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আপস-মীমাংসার বিষয় আদালত বিবেচনা করবে।