বিডিটেলিগ্রাফ ডেস্ক।
জাতীয় পার্টিতে আবারও বিভাজন দেখা দিয়েছে। একপক্ষে চেয়ারম্যান জিএম কাদের, অন্যপক্ষে আনিসুল ইসলাম মাহমুদ নেতৃত্বাধীন নতুন কমিটি নিজেদের দল ও ‘লাঙল’ প্রতীকের দাবি করছে। বিষয়টি এখন নির্বাচন কমিশনের কাছে গড়িয়েছে।
আনিসুলপন্থীরা গত ৯ আগস্ট গুলশানে জাতীয় পার্টির ১০ম কাউন্সিল আয়োজন করে। এতে আনিসুল চেয়ারম্যানসহ মুজিবুল হক, কাজী ফিরোজ রশিদ ও রুহুল আমিন হাওলাদারকে শীর্ষ পদে নির্বাচিত করা হয়। তারা দাবি করছেন, দলীয় গঠনতন্ত্র সংশোধন করে চেয়ারম্যানের সর্বময় ক্ষমতার ধারা বাতিল করা হয়েছে এবং বড় সিদ্ধান্ত নিতে প্রেসিডিয়ামের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। তাদের বক্তব্য, শুধু নতুন কমিটিই ‘লাঙল’ প্রতীক ব্যবহারের আইনগত অধিকার রাখে।
অন্যদিকে, জিএম কাদেরপন্থীরা বলছেন, আনিসুলপন্থীদের কাউন্সিল বেআইনি, কারণ কাউন্সিল আহ্বান করার ক্ষমতা কেবল চেয়ারম্যানের। বহিষ্কৃত নেতারা নতুন কাউন্সিল করতে পারে না। তারা উল্লেখ করেন, ওই কাউন্সিলে কোনো ইসি প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
এর আগে জিএম কাদের আনিসুল ও অন্যান্য নেতাকে বহিষ্কার করেছিলেন। এ ঘটনার পর উভয়পক্ষ আদালতে মামলা করে, যার ফলে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হয়। তবে পরবর্তীতে মামলা প্রত্যাহার করায় জিএম কাদেরের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়।
বর্তমানে উভয় পক্ষই নির্বাচন কমিশনের স্বীকৃতির জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। ফলে জাতীয় পার্টির নেতৃত্ব ও ‘লাঙল’ প্রতীকের নিয়ন্ত্রণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।