বিডিটেলিগ্রাফ ডেস্ক।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে—প্রচলিত নাকি আনুপাতিক হারে (পিআর)—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভাজন তীব্র হয়েছে। বিএনপি পিআরের বিরোধিতা করলেও জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্তত ১৮টি দল এ পদ্ধতির পক্ষে। ৫০টি নিবন্ধিত দলের মধ্যে ২৮টি এর বিপক্ষে, আর ৪টি নিরপেক্ষ অবস্থান নিয়েছে।
এদিকে জাতীয় ঐকমত্য কমিশন ‘জুলাই সনদ ২০২৫’-এর চূড়ান্ত খসড়া পাঠিয়েছে। এতে ৮৪টি বিষয়ে ঐকমত্য পাওয়া গেলেও বাস্তবায়নের রূপরেখা অনুপস্থিত। দ্বিকক্ষবিশিষ্ট সংসদের পক্ষে বেশিরভাগ দল মত দিলেও বিএনপি ও এনডিএম বিরোধিতা করেছে।
নাগরিক সংগঠন সুজনের জরিপে ৭১ শতাংশ মানুষ উচ্চকক্ষে পিআরের পক্ষে মত দিয়েছেন। তবে বিএনপি একে অবাস্তব ও ষড়যন্ত্রমূলক বলছে। জামায়াত দাবি করছে, পিআর ছাড়া নির্বাচন মানে ফ্যাসিবাদের উত্থান।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। নির্বাচন কমিশনও শিগগির রোডম্যাপ ঘোষণা করবে। তবে বিশ্লেষকরা মনে করছেন, পিআর নিয়ে রাজনৈতিক অচলাবস্থা দ্রুত না কাটলে নির্বাচনের সময়সূচি অনিশ্চিত হয়ে পড়তে পারে।