বিডিটেলিগ্রাফ ডেস্ক।
বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) দলকানা ও প্রশ্নবিদ্ধ আখ্যা দিয়ে পুনর্গঠনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে ব্রাহ্মণবাড়িয়া–২ ও ৩ আসনের সীমানা পুনর্নির্ধারণ শুনানিকে কেন্দ্র করে হট্টগোল ও হাতাহাতির ঘটনার পর এ অভিযোগ করেন এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, “নির্বাচন কমিশন এখন কিছু দলের পার্টি অফিসে পরিণত হয়েছে। একটি দলের এজেন্ডা বাস্তবায়নে যেভাবে নির্লজ্জভাবে কাজ করছে, সেটিই নির্বাচনে অংশগ্রহণের অন্তরায়।”
হাসনাত আরও অভিযোগ করেন, পুলিশ এনসিপির নেতাকর্মীদের ইসি ভবনে প্রবেশে বাধা দিলেও বিএনপির নেতাকর্মীদের অবাধে ঢুকতে দিয়েছে।
ইসি পুনর্গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, “সুষ্ঠু-অবাধ নির্বাচনের জন্য কমিশনকে অবশ্যই নিরপেক্ষ ও পেশাদার হতে হবে। নাহলে কমিশনারদের উচিত মানুষের সামনে সত্য প্রকাশ করা।”
শুনানিতে উপস্থিত এনসিপি নেতা মো. আতাউল্লাহ অভিযোগ করেন, বিএনপির রুমিন ফারহানা তার আপিল ঠেকাতে তাকে হুমকি দিয়েছেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। তিনি বলেন, “রুমিন ফারহানা ও তার গুণ্ডারা আমাকে মাটিতে ফেলে মারধর করেছে। ভিডিও ফুটেজে সব প্রমাণ রয়েছে।”
তিনি রুমিন ফারহানার গ্রেপ্তার দাবি করে সতর্ক করেন, বিচার না হলে প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে।