ডেস্ক নিউজ।
গাজা যুদ্ধে কিছু সামরিক সাফল্য পেলেও, কূটনৈতিকভাবে ক্রমেই একঘরে হয়ে পড়ছে ইসরাইল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির কারণে পশ্চিমা সমর্থন হারাচ্ছে দেশটি। শনিবার (২৩ আগস্ট) রুশ গণমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
হামাসের ৭ অক্টোবরের হামলার পর পশ্চিমা দেশগুলো শুরুতে ইসরাইলের পাশে দাঁড়ালেও সময়ের সাথে সাথে অবস্থান বদলেছে। স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ডসহ অন্তত ১৫টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে। ফ্রান্স প্রথম জি৭ দেশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।
এছাড়া লন্ডন ইসরাইলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনায় বিরতি দিয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক স্থগিতের হুঁশিয়ারি দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতও নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
২০২৫ সালের মার্চে গাজায় প্রায় পূর্ণ অবরোধ আরোপ করে খাদ্য ও ওষুধের প্রবাহ বন্ধ করে দেয় ইসরাইল। এতে মানবিক বিপর্যয় প্রকট আকার ধারণ করে এবং পশ্চিমা গণমাধ্যম ইসরাইলকেই সরাসরি দায়ী করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ নিয়ে নেতানিয়াহুর প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
বিশ্লেষকদের মতে, সামরিকভাবে কিছু অর্জন থাকলেও, নেতানিয়াহুর নীতি ইসরাইলকে এমন এক ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে যেখানে শর্তহীন সমর্থন পাওয়া আর সম্ভব হবে না।