নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট অফিসে হামলা ও ভাঙচুর করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (২৫ আগস্ট) এ ঘটনা ঘটে।
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কনস্যুলেটের ভেতরে আছেন—এমন সন্দেহে তারা বিক্ষোভ শুরু করেন। এসময় স্লোগান দেওয়া ছাড়াও কনস্যুলেটের দরজায় ধাক্কাধাক্কি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে এ চিত্র দেখা গেছে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কনস্যুলেটে মাহফুজ আলমকে পাওয়া যায়নি।