গাজা উপত্যকার দক্ষিণে নাসের হাসপাতালে ইসরায়েলের ‘দ্বৈত ট্যাপ’ হামলায় অন্তত ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবারের এ ঘটনায় পাঁচজন সাংবাদিকও প্রাণ হারান।
চিকিৎসকদের বরাতে জানা যায়, প্রথমে হাসপাতালের একটি ভবনের উপরে হামলা চালানো হয়। কিছুক্ষণের মধ্যে সাংবাদিক ও উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছালে দ্বিতীয় দফায় হামলা হয়। নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন আল জাজিরার মোহাম্মদ সালামা, রয়টার্সের হুসাম আল-মাসরি, এপির ফ্রিল্যান্স মরিয়ম আবু দাক্কা, আহমেদ আবু আজিজ এবং মোয়াজ আবু তাহা।
হামলার পর আল জাজিরা একে “সত্য চাপা দেওয়ার চেষ্টা” বলে নিন্দা জানায়। জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ বলেন, “গাজায় এ ধরনের হত্যাকাণ্ড প্রতিনিয়ত ঘটছে, অথচ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”
গাজায় চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ২৭৩ জন সাংবাদিক নিহত হয়েছেন। একই দিনে খান ইউনিসে আল-হায়াত আল-জাদিদার সাংবাদিক হাসান দৌহানও নিহত হন। এর আগে আল জাজিরার আনাস আল-শরিফকেও লক্ষ্য করে হত্যা করা হয়।
ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য এ ঘটনার তদন্ত দাবি করেছে। তবে ইসরায়েল এটিকে “দুর্ভাগ্যজনক দুর্ঘটনা” বলে জানিয়েছে।
একই সঙ্গে গাজায় অব্যাহত বোমাবর্ষণ ও দুর্ভিক্ষে সোমবার অন্তত ৬১ জন নিহত হয়েছে। জাতিসংঘ সতর্ক করেছে, শিশুদের মধ্যে অপুষ্টি দ্রুত বাড়ছে। অক্সফাম পরিস্থিতিকে “অভূতপূর্ব মানবিক বিপর্যয়” বলে উল্লেখ করেছে।