ওয়াহেদুল করিম,পঞ্চগড়
পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের বাসিন্দা ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মী আজহার আলী ইসলামী ছাত্রশিবিরকে একটি গরু উপহার দিয়েছেন। সোমবার (২৫ আগস্ট) গরু হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন শিবিরের সদর পূর্ব শাখার সভাপতি মুন্না ইসলাম, সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান।
সভাপতি মুন্না ইসলাম বলেন, ছাত্রশিবির শিক্ষার্থীদের নৈতিকতা, শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়নে কাজ করছে এবং এই উপহার ছাত্রকল্যাণে যথাযথভাবে ব্যয় হবে। চেয়ারম্যান তোফায়েল প্রধান বলেন, সমাজে প্রকৃত উদার মানুষের সংখ্যা কম হলেও আজহার আলীর এই উপহার অনুকরণীয় উদাহরণ। বাজারমূল্যে গরুটির দাম প্রায় ২৫ হাজার টাকা হবে বলে তিনি জানান।
শিবিরের নেতারা আশা প্রকাশ করেছেন, আজহার আলীর এ উপহার শিক্ষার্থীদের কল্যাণে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।