বিশেষ প্রতিনিধি।
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আশরাফ আলী লিয়াকতের দলীয় পদ স্থগিত করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
বুধবার (২১ আগস্ট) জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সেলিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর পদ স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আশরাফ আলী লিয়াকত স্থানীয়ভাবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কর্মকাণ্ড চালাচ্ছিলেন এবং হুমকি দিয়েছিলেন—“আমার কথা না শুনলে ফুলগাজী থানায় থাকতে পারবেন না।”
ফলে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।