ফেনীর ফুলগাজীতে বিএনপির এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা নজরুল ইসলাম শামীম ও তার সহযোগীদের বিরুদ্ধে। বুধবার (২৭ আগস্ট) সকালে আমজাদহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহত আবুল কালাম (৫৫) ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চুরির ঘটনায় বৈঠক চলাকালে শনাক্ত এক চোর যুবলীগ নেতা শামীমের আত্মীয়ের নাম প্রকাশ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে বাঁধা দিলে ধারালো অস্ত্র দিয়ে আবুল কালামকে আঘাত করা হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বিএনপি ও এলাকাবাসী দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানায়।
ফুলগাজী থানার ওসি লুৎফর রহমান জানান, চোর দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মারামারির বিষয়ে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।